৫০ শয্যার হাসপাতাল চলছে ৩০ শয্যার লোকবল দিয়ে

সংগৃহীত ছবি

৫০ শয্যার হাসপাতাল চলছে ৩০ শয্যার লোকবল দিয়ে

সাতক্ষীরা প্রতিনিধি

অব্যবস্থাপনা ও লোকবল সংকটে ধুঁকে ধুঁকে চলছে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অপারেশন থিয়েটারে ঝুলছে তালা। নেই সিটি স্ক্যান মেশিনও। আবার ৩৩ পদে চিকিৎসক রয়েছেন মাত্র ১৭ জন।

 চিকিৎসক না থাকায় জটিল রোগ নিয়ে অপারেশন করতে আসা মুমূর্ষু রোগীরা হাসপাতাল থেকে ফিরে যেয়ে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়ে গুনছেন বাড়তি টাকা। আর পরিচ্ছন্নতা কর্মী না থাকায় নোংরা ও দুর্গন্ধ পরিবেশ লেগেই আছে সব সময়।  

এমন সংকটের বেড়াজালে বন্দি প্রায় ৫ লাখ মানুষের চিকিৎসা সেবায় একমাত্র ভরসা সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভুক্তভোগীরা বলছেন, চিকিৎসক না থাকায় জটিল রোগ নিয়ে অপারেশন করতে আসা মুমুর্ষ রোগীরা ফিরে যাচ্ছেন।

বাধ্য হয়ে অনেকেই ছুটছেন বেসরকারি ক্লিনিকে; এতে গুনতে হচ্ছে বাড়তি টাকা।  

রোগীর স্বজনরা বলছেন, পরিচ্ছন্নতা কর্মী না থাকায় নোংরা ও দুর্গন্ধ পরিবেশ লেগেই থাকছে সব সময়। তাই রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে সেবা নিতে এসে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত ডাক্তার ও পরিচ্ছন্নতা কর্মী না থাকায় এমন দুরবস্থা। জনবল সংকট দূর হলেই মিলবে কাঙ্ক্ষিত সেবা। ৫০ শয্যার এ হাসপাতালের কার্যক্রম ৩০ শয্যার লোকবল দিয়ে চলছে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

news24bd.tv/আজিজ