পাশের দেশের তুলনায় মেট্রোরেলের ভাড়া বেশি: বিএনপি

নজরুল ইসলাম খান

পাশের দেশের তুলনায় মেট্রোরেলের ভাড়া বেশি: বিএনপি

অনলাইন ডেস্ক

মেট্রোরেলের অতিরিক্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘ঢাকার বাস ভাড়ার চেয়ে মেট্রোরেলের ভাড়া দ্বিগুন করা হয়েছে। পাশের দেশের চেয়ে কয়েকগুণ বেশি মেট্রোরেলের ভাড়া। ’ 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

নজরুল ইসলাম বলেন, ‘দুর্নীতির কারণে মেট্রোরেল নির্মাণে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে।

এর দায়ভার অতিরিক্ত ভাড়ার মাধ্যমে জনগণের ওপর চাপাতে চায় সরকার।  পাশের দেশের চেয়ে মেট্রোরেলের ভাড়া কয়েকগুণ। এমনকি ঢাকার গণপরিবহন ভাড়া থেকেও দ্বিগুণ। ’ জনগণের কাছে দায়বদ্ধ না থাকায় সরকার গণবিরোধী এই সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
 

এ সময় সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও মামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় টিকে থাকা বেপরোয়া হয়ে উঠেছে। ’  সংবাদ সম্মেলন থেকে বিএনপির মহাসচিবসহ সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

news24bd.tv/ইস্রাফিল

এই রকম আরও টপিক