সরকার বললে ভারত যাবে পাকিস্তান ক্রিকেট দল

সংগৃহীত ছবি

সরকার বললে ভারত যাবে পাকিস্তান ক্রিকেট দল

অনলাইন ডেস্ক

কদিন আগে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে ক্রিকেট অঙ্গন গরম করে রেখেছিল ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্তারা। আগামী বছর এশিয়া কাপ হবে পাকিস্তানে। এরপর ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। শুরুতে ভারত জানায়, এশিয়া কাপ যদি পাকিস্তানেই হয়, তবে দল পাঠাবে না তারা।

এরপর তৎকালীন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ভারতকে হুমকি দেয়। বলেন, ভারত না আসলে পাকিস্তানও যাবে না বিশ্বকাপ খেলতে।

সেই রমিজ এখন আর পিসিবি প্রধানের দায়িত্বে নেই। তাকে বরখাস্ত করে চেয়ারম্যানের পদ দেওয়া হয়েছে নাজাম শেঠির হাতে।

ফের পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব পাওয়া নাজামের কাছে স্বাভাবিকভাবেই গেল এই প্রসঙ্গে প্রশ্ন। তবে নাজাম উত্তর দেওয়ার বেলায় আশ্রয় নিলেন কূটনীতির। তিনি গণমাধ্যমকে বলেছেন,  ‘সরকার যদি বলে ভারতে যেও না, আমরা যাব না। বিষয় যখন পাকিস্তান ও ভারত ক্রিকেট, তখন একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার। সফরে যাব কি যাব না, এটা সরকারি পর্যায়ের সিদ্ধান্ত। ’

এ সময় পুরো বিষয়টি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে আলাপ করে ঠিক করার কথাও বলেছেন নাজাম শেঠি। তিনি বলেছেন, ‘দেখি, পরিস্থিতি কী দাঁড়ায়। এরপর সামনে এগোব। আমরা যে সিদ্ধান্তই নিই না কেন, এটা নিশ্চিত করতে হবে যে আমরা যেন বিচ্ছিন্ন না হয়ে যাই। ’

উল্লেখ্য, গত ১৩ বছর ধরে পাকিস্তান সফরে যায় না ভারত। পাকিস্তান ক্রিকেট দলও সর্বশেষ ভারত সফর করেছে ২০১২ সালে। দুই দেশের শীতল রাজনৈতিক সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। এ নিয়ে অহরহই কথা হয়। কয়েকবার তো গলবে গলবে করেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্রিকেট সম্পর্কের বরফ গলেনি।

news24bd.tv/সাব্বির