আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মেট্রোরেলসহ বহু স্থাপনা নির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন আমরা পারি। ’ তিনি বলেন, ‘আজকের এই উন্নয়ন; শেখের বেটি (মানুষ বলে) দেখিয়ে দিয়েছেন ইয়েস উই ক্যান, আমরাও পারি। ’
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার পর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর উদ্বোধনী অনুষ্ঠানের সুধী-সমাবেশে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ‘এত বড় বিশ্বকাপ হয়ে গেল, কেউ বলতে পারবেন, লোডশেডিং হয়েছে।
দেশের উন্নয়নে বিএনপির অন্তর জ্বালা হচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বড় অন্তর জ্বালা। শেখ হাসিনা পদ্মাসেতু, মেট্রোরেল, শতসেতু, শত সড়ক, টানেল করে দিলেন। করোনা ও যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করে অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ ভালো আছে। শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলে আমরা ভালো আছি। এতে তাঁদের অন্তর জ্বালা। ’
news24bd.tv/ইস্রাফিল