এশিয়া কাপের দল ঘোষণা: সাব্বির-বিজয় বাদ

সাব্বির রহমান ও আনামুল হক বিজয় [ফাইল ছবি]

এশিয়া কাপের দল ঘোষণা: সাব্বির-বিজয় বাদ

ক্রীড়া ডেস্ক

১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপ ক্রিকেটের চতুর্দশ আসর। ওই টুর্নামেন্টকে সামনে রেখে ঈদের আগেই ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখান থেকে যাচাই-বাছাই করে আজ (৩০ আগস্ট, বৃহস্পতিবার) ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা।

এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান ও আনামুল হক বিজয়।

তবে স্ত্রীর করা মামলায় ফেঁসে যাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত আছেন এশিয়া কাপের দলে। এছাড়া আছেন নাজমুল হোসেন শান্ত। তবে জায়গা হয়নি টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকারের। বিপিএল মাতানো আরিফুল হক যথারীতি জায়গা ধরে রেখেছেন।

মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক রেখেই ঘোষিত এই দলে আছেন ৩ পেসার মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও আবু হায়দার রনি।

আগামী মাসের ১৫ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে টাইগাররা। টুর্নামেন্টে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব-তামিমরা।  

অপর গ্রুপে লড়াই করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ও চলামান বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল।  

দুই গ্রুপের সেরা দুইটি দল খেলবে সুপার ফোরে। এই পর্বের সেরা দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড:

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মিঠুন আলি, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং আবু হায়দার রনি।



অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর