বিমান ও পর্যটন মন্ত্রণালয় সচিবের মেয়াদ বাড়ল ২ বছর

সংগৃহীত ছবি

বিমান ও পর্যটন মন্ত্রণালয় সচিবের মেয়াদ বাড়ল ২ বছর

প্রেস বিজ্ঞপ্তি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হলেন মো. মোকাম্মেল হোসেনকে আরও দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। অবসরোত্তর ছুটি এবং এসংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে এই নিয়োগ পান তিনি।

বুধবার (২৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন তার অবসরোত্তর ছুটি তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১ জানুয়ারি ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

২০২১ সালের ৭ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হন মো. মোকাম্মেল হোসেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের সদস্য মোকাম্মেল এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

news24bd.tv/FA