আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৩১ ডিসেম্বরের পরিবর্তে এখন ১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে।
একদফা মেয়াদ বেড়ে গত অর্থবছরের আয়কর বিবরণী জমার শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। জমার শেষ দুদিন ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় করদাতাদের জন্য একদিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এনবিআর সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) মো. জাহিদ হাছান বলেন, ‘আইন অনুযায়ী করদাতারা রোববার রিটার্ন দাখিল করার সুযোগ পাবেন। যেহেতু আয়কর রিটার্ন দাখিল করার শেষ দুদিন সাপ্তাহিক ছুটির দিন। ’
news24bd.tv/FA