পাঁচ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

সংগৃহীত ছবি

পাঁচ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক

দেশের ৫ পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

রাজশাহীর বাঘা পৌরসভায় সকাল সাড়ে ৮টায় ইভিএমে ভোটদান শুরু হয়। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিনুর রহমান পিন্টু ভোটের পরিবেশ ভালো হচ্ছে বলে দাবি করলেও বিদ্রোহী প্রার্থী আক্কাস আলী বলেছেন, প্রতিটি কেন্দ্রেই ভোট দিতে বিলম্ব হচ্ছে। ইভিএমে ত্রুটি দেখা দিচ্ছে।

ভোটারদের হুমকি ও বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ তার।

দ্বিতীয় বারের মত পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিরতিহীনভাবে পৌরসভার ৯টি ভোট কেন্দ্রের ৪৮টি বুথে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। প্রতিটি বুথে রয়েছে সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।

কঠোর নিরাপত্তায় নাটোরের বনপাড়া পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। শীত উপেক্ষা করে ভোটারবৃন্দ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করছেন। বনপাড়া পৌরসভা নির্বাচনের মহিষভাঙা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুলতান মাহমুদ জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে কুয়াশায় ঢাকা সকালেই ফরিদপুরের আলফাডাঙ্গায় ভোট শুরু হয়েছে। উপজেলার বুড়াইচ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে বিষয়টি দেখা গেছে। তবে পুরুষদের উপস্থিতি বেশি থাকলেও নারীরাও উপস্থিতিতে পিছিয়ে নেই।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক