শেষ হলো স্যাভলনের 'গেস দা স্কোর' ক্যাম্পেইন

পুরস্কার বিতরণী

শেষ হলো স্যাভলনের 'গেস দা স্কোর' ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক

পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো ফিফা বিশ্বকাপ ২০২২ উপলক্ষে স্যাভলন বাংলাদেশ আয়োজিত 'স্যাভলন গেস দা স্কোর' ক্যাম্পেইন। দেশজুড়ে অসংখ্য ফুটবল অনুরাগীদের মাঝে সাড়া জাগিয়েছে স্যাভলনের এই ভিন্নধর্মী ক্যাম্পেইনটি। ১০,০০০ এর অধিক ফুটবলপ্রেমী এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন। স্কোরবোর্ডে এগিয়ে থাকতে ক্যাম্পেইনটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রতিটি ম্যাচের পূর্বে খেলার ফলাফল অনুমান করতে হয়েছে অংশগ্রহণকারীদের।

 

শীর্ষস্থান অধিকারী ২০ জন বিজয়ী পেয়েছেন প্লে স্টেশন ৫, ল্যাপটপ, স্মার্ট এলইডি টিভি, স্মার্টফোন, ব্লুটুথ স্পিকার ও স্মার্ট ওয়াচসহ আকর্ষণীয় পুরস্কার!

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস-এর বিজনেস ডিরেক্টর মো. কামরুল হাসান, বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমদ এবং জিএম, মিডিয়া ও কম্যুনিকেশন মো. নাহিদ নেওয়াজ।

বিশ্বকাপের পুরো মৌসুমজুড়ে স্যাভলনের এই উদ্যোগের সাথে থাকার জন্য সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়েছে স্যাভলন বাংলাদেশ।  


 

সম্পর্কিত খবর