মাহির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে: কাদের

মাহিয়া মাহি-ওবায়দুল কাদের

মাহির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে: কাদের

অনলাইন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এবার হতে চান ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম কিনতে চেয়েছেন তিনি। এ বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কাদের বলেন, চিত্রনায়িকা মাহি উপনির্বাচনে প্রার্থী হতে চান। আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ওর (মাহি) পরিবার তো আওয়ামী লীগের পরিবার।

তিনিও আওয়ামী লীগ করেন। ঠিক আছে ফরম সংগ্রহ করুক।

তাহলে কি ওই অভিনেত্রী আওয়ামী লীগের দলীয় প্রার্থী হচ্ছেন? জবাবে ওবায়দুল কাদের বলেন 'প্রার্থী হচ্ছেন কি না, বলতে পারব না। তাঁকে ফরম কেনার অধিকার দেওয়া হচ্ছে। '

মাহি নৌকার মনোনয়ন চেয়ে ইতোমধ্যে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগও করেছেন। আজ বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনবেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন মাহি নিজেই।

news24bd.tv/রিমু