অস্ট্রেলিয়ায় ভারত-পাকিস্তান টেস্ট! 

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ায় ভারত-পাকিস্তান টেস্ট! 

অনলাইন ডেস্ক

রাজনৈতিক বৈরিতায় ৯ বছর ধরে বন্ধ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। ২০০৭ সালের পর থেকে তো দুই দলের মধ্যে হয় না কোনো টেস্ট ম্যাচ। দুই দেশের সম্পর্ক এতটাই খারাপ যে, সহসা তা হওয়ার কোনো সুযোগ নেই। তবে একটা সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে মেলবোর্ন ক্রিকেট ক্লাব।

অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারত-পাকিস্তান টেস্ট আয়োজনে আগ্রহী তারা। এ জন্য দৌড়ঝাঁপও শুরু করে দিয়েছে এমসিজি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাটি।

গত অক্টোবরে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ আয়োজনের কথা মাথায় আসে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের। টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনা রীতিমতো চমকে দিয়েছিল এমসিজি কর্তৃপক্ষকে।

সেই ম্যাচে ৯০ হাজার ধারণক্ষমতাসম্পন্ন মাঠটির গ্যালারির কোনো আসন ফাঁকা ছিল না। অথচ ফাইনালে দর্শক হয় ৮০ হাজার।

মেলবোর্ন ক্রিকেট ক্লাব ও ভিক্টোরিয়া সরকার এরপর থেকেই অনানুষ্ঠানিকভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করেছে এই মাঠে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ আয়োজনের ব্যাপারে। মেলবোর্ন ক্রিকেট ক্লাবের প্রধান নির্বাহী স্টুয়ার্ট ফক্স বৃহস্পতিবার এসইএন রেডিওতে কথোপকথনে বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। তিনি বলেছেন, ‘এমসিজিকে এই রূপে আমি কখনোই দেখিনি। ভারত-পাকিস্তান ম্যাচের আবহ ছিল ভিন্ন কিছু। এমন কিছু কখনও দেখিনি আমি। প্রতিটি বলের পর যে গর্জন, তা ছিল অবিশ্বাস্য। পরিবার, শিশুরা সবাই মিলে উপভোগ করেছে। ’

মেলবোর্নে ভারত-পাকিস্তানের মধ্যকার তিনটি টেস্ট ম্যাচ আয়োজনে আগ্রহী আয়োজকরা। তবে ব্যস্ত সূচির কারণে কাজটা করা মোটেও সহজ হবে না বলে মনে করছেন ফক্স। তিনি বলেছেন, ‘এমসিজিতে টানা তিনটি টেস্ট আয়োজন করতে পারা হবে দারুণ। প্রতিবারই মাঠ হয়তো পরিপূর্ণ থাকবে। আমরা জিজ্ঞেস করেছি, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করেছি। ভিক্টোরিয়া সরকারও আলোচনা করেছে বলে আমি জানি। যদিও খুব জটিল হবে ব্যাপারটি, বিশেষ করে ব্যস্ত সূচির কারণে। এটিই সম্ভবত বড় চ্যালেঞ্জ। ’

সূচির ব্যাপারটি সামলে নেওয়ার ব্যাপারে ফক্স অবশ্য আশাবাদী। তবে আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে ২০২৭ সাল পর্যন্ত এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ নেই। সাম্প্রতিক সময়ে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিরও আভাস মেলেনি একটুও। বরং আগামী বছর পাকিস্তানে এশিয়া কাপ ও ভারতে বিশ্বকাপ ঘিরে উত্তেজনার রেশই ছড়িয়েছে কিছুটা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র তাই ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে বলেন, এই উদ্যোগ সফল করতে সবচেয়ে বেশি জরুরি ভারত ও পাকিস্তানের বোর্ডের একমত হওয়া। ওই কর্তা বলেন, ‘এখানে দুই দেশেরই রাজি হওয়ার ব্যাপার আছে। তবে এমন সম্ভাবনা যদি তৈরি হয় যে নিরপেক্ষ ভেন্যুতে ভারত-পাকিস্তান টেস্ট হবে, আমরা তা অস্ট্রেলিয়ায় আয়োজনে আগ্রহী। বিশ্বকাপে এই দুই দলের সমর্থকেরা ছিলেন অসাধারণ এবং ওই সমর্থকদের বেশির ভাগই অস্ট্রেলিয়ায় বাস করেন। ’

news24bd.tv/সাব্বির

সম্পর্কিত খবর