শুক্রবারের নামাজের সূচি

ফাইল ছবি

শুক্রবারের নামাজের সূচি

অনলাইন ডেস্ক

আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন। মুসলমানের জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। শুক্রবারের দিন জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজ আদায় করা হয়। জুমার দুই রাকাত ফরজ নামাজ মুসলমানরা মসজিদে একত্রিত হয়ে ইমামের পেছনে দলবদ্ধভাবে আদায় করেন।

দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরেও কিছু নফল নামাজ রয়েছে। তবে যতই ব্যস্ততা থাকুক, ওয়াক্তমতো শুধু ফরজটুকু হলেও পড়ে নেয়া উচিত।

শুক্রবার (৩০ ডিসেম্বর)। ঢাকা ও আশপাশের এলাকার নামাজের সময়সূচি–

জুমা: ১২টা ৪ মিনিট।

আসর: ৩টা ৪৬ মিনিট।

মাগরিব: ৫টা ২৪ মিনিট।

এশা: ৬টা ৪৩ মিনিট।

ফজর: ৫টা ২০ মিনিট (৩১ ডিসেম্বর)।

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে–

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম : ৫ মিনিট

সিলেট : ৬ মিনিট

যোগ করতে হবে:

খুলনা : ৩ মিনিট

রাজশাহী : ৭ মিনিট

রংপুর : ৮ মিনিট

বরিশাল : ১ মিনিট

news24bd.tv/হারুন