অনুমতি ছাড়াই রাজধানীর মালিবাগ মোড়ে মিছিল করার চেষ্টা করেছে জামায়াত। শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজের পর কয়েকজন একত্রিত হয়ে এই চেষ্টা করে। তবে এতে বাধা দেয় পুলিশ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শাহেন শাহ মাহমুদ।
তিনি বলেন, ‘মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারের সাথের মসজিদে নামাজ শেষে জামায়াতের ব্যানারে কিছু লোক মিছিল বের করার চেষ্টা করে।
‘তারা মিছিলের নামে সরাসরি পুলিশের ওপর আক্রমণ করে। এতে বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছে। এই ঘটনায় সরাসরি জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে,’ যোগ কনে তিনি।
বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।