উড়ন্ত বিমানের সংঘর্ষ, লুটিয়ে পড়ে তিনটি

সংগৃহীত ছবি

উড়ন্ত বিমানের সংঘর্ষ, লুটিয়ে পড়ে তিনটি

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

দেশে দেশে নিয়মিত আয়োজন হয় বিমান বাহিনীর মহড়া। কখনো আঞ্চলিক মহড়ারও আয়োজন করা হয়। বিভিন্ন দেশের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো তাতে অংশ নেয়। লাখো মানুষ ভিড় জমায় সেই মহড়া দেখতে।

৩০ বছর আগের তেমনই এক মহড়া আজও যেন এক দুঃস্বপ্ন হয়ে আছে।

ঘটনাটা ১৯৮৮ সালের। ইটালির বিমানবাহিনীর একটি বিমান জার্মানির রামস্টাইন বিমানঘাঁটিতে আরো কয়েকটি বিমানের সাথে রণকৌশল প্রদর্শন করছিল৷ অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিল সেই মহড়া দেখতে। আকাশে উল্কার গতিতে ছুটে চলছে বিমানগুলো।

কখনো উল্টে যাচ্ছে। কখনো বাতাসে ছড়িয়ে দিচ্ছে নানা রঙ। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে ৬০০ কিলোমিটার বেগে ছুটে আসে পাঁচটি বিমান। সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে বিষ্ফোরণ। মুখোমুখি সংঘর্ষে মুহূর্তের মধ্যেই চূর্ণবিচূর্ণ হয়ে মাটিতে পড়ে তিনটি বিমান৷

ছুটোছুটি শুরু হয়ে যায়। ভয়ে এদিক-ওদিক দৌড়াতে থাকে দর্শনার্থীরা। বিমানগুলোর একটি রানওয়েতে আছড়ে পড়ে৷ এ সময় বিমানটি থেকে নির্গত অগ্নিকুন্ড প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীদের দিকে ছুটে আসতে থাকে৷ আরেকটি বিমান বিধ্বস্ত হয় রানওয়ের পাশেই৷ তৃতীয় বিমানটি একটি মেডিকেল হেলিকপ্টারের উপর আছড়ে পড়ে৷

দুর্ঘটনার ফলে সৃষ্ট অগ্নিকুণ্ড ও বিমানের ছিটকে আসা ধ্বংসাবশেষের আঘাতে বহু লোক হতাহত হয়। তিনজন পাইলট সহ ৭০ জন নিহত হয়৷ আহতের সংখ্যা ছিল অন্তত ১৫’শ৷ নিহতদের স্বরণে রামস্টাইন এয়ার বেইজে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করেছে কর্তৃপক্ষ। আহত ব্যক্তিদের ক্ষতিপূরণও দেওয়া হয়। তবে আজও সেই ভয়াবহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন ওই সময় হতাহতদের স্বজনরা।

দুর্ঘটনা পরবর্তী তদন্ত হয়। তবে আইনি বিষয়াদি নিয়ে সন্তুষ্ট ছিল না আহত দর্শনার্থীরা৷ ন্যাটোর আইন অনুযায়ী, ইটালির বিমানবাহিনী এ ঘটনার জন্য দায়ী বলে জানানো হয়৷

দুর্ঘটনার তদন্তে গঠিত ‘রামস্টাইন তদন্ত কমিটি’ দুইভাগে বিভক্ত হয়ে যায়৷ ফলে দুটি আলাদা প্রতিবেদন জমা পড়ে। একটি প্রতিবেদনে বলা হয় দুর্ঘটনাটি এড়ানো সম্ভব ছিল৷ অন্য প্রতিবেদনটি বলা হয়, ইটালীয় বৈমানিক অচেতন হয়ে পড়েছিলেন৷

দুর্ঘটনার পর জার্মান সরকার দেশটিতে সব ধরণের এয়ার শো নিষিদ্ধ করে। তবে জনগণ এয়ার শো দেখতে চায় এবং তাঁদের দেখার অধিকার আছে, দেশটির কিছু রাজনীতিবিদ এমন দাবি তুললে, ১৯৯০ সাল থেকে পুনরায় এয়ার শো হয়৷

সম্পর্কিত খবর