ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। শনিবার (৩১ ডিসেম্বর) গুজরাটের নবসারি জেলার বেসমা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের সুরাটের প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসব থেকে একটি বাসযাত্রী নিয়ে ভালসাদের দিকে ফিরছিল।
পুলিশ জানিয়েছে, বাসের ধাক্কায় টয়োটা ফরচুনার গাড়িতে থাকা ৯ জনের মধ্যে ৮ জনই মারা যান এবং বাসটির অন্তত ২৮ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১১ জনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
news24bd.tv/হারুন