ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি

ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি

ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গ্রুপপর্বেই মুখোমুখি হবে পাকিস্তান-ভারত। ১৯ সেপ্টেম্বর হবে সেই মহারণ। ইতিমধ্যে ওই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

এবারের টুর্নামেন্ট হবে ওয়ানডে ফরম্যাটে। ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে এ ফরম্যাটে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচার স্বত্ব পেয়েছে স্টার স্পোর্টস।

নিজস্ব ইউটিউব অ্যাকাউন্টে সূচি প্রকাশ করেছে তারা।

এশিয়া কাপের ১৪তম আসরের ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর। এবার অংশ নেবে ছয়টি দল। যথারীতি থাকছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান। বাকি দলটি বাছাইপর্ব খেলে আসবে।

দুগ্রুপে ভাগ হয়ে খেলা হবে। ‘এ’   গ্রুপে  রয়েছে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা দল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী একই গ্রুপে পড়ায় ফের চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা।   ‘বি’ গ্রুপ রয়েছে বাংলাদেশ শ্রীলংকা ও আফগানিস্তান।

গ্রুপপর্বের সেরা চার দলকে নিয়ে হবে সুপার ফোর। সেখানকার সেরা দুই দল লড়বে ফাইনালে।


নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর