বছরের শেষ দিনে নিজের বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় ঢালিউড নায়িকা পরীমনি। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পঞ্চম বারের জন্য ঘর বাঁধেন তিনি। পরী-রাজের সংসারে রয়েছে তাদের পুত্র রাজ্য। গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দেন পরী।
আজ শনিবার সকালে গণমাধ্যমে শিগগির রাজকে বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেবেন বলেও জানান পরীমনি।
পরীমনি বলেন, 'এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি।
তিনি আরও বলেন, 'বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তাঁর আচার-আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। '
কিন্তু হঠাৎ এমন কী হল যে, রাজের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের কথা ঘোষণা করলেন পরী! ইতোমধ্যে বিনোদন অঙ্গনে জল্পনা শুরু হয়েছে। এবার পরীমনির সমব্যথী জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন।
পরীমনির সঙ্গে নিজের তুলনা টেনে তসলিমা সামাজিক মাধ্যমে লেখেন, 'পরীমনির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে...। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল, এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়। '
তসলিমা পরীকে সাহস জুগিয়ে আরও লেখেন, পরীমনি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনো প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!'
প্রসঙ্গত, চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাঁদের বিবাহ সম্পন্ন হয়। রাজ-পরীর পুত্র সন্তান রাজ্যর বয়স চার মাস পার হচ্ছে। ঢালিউড চিত্রনায়িকা পরীমনি এবং শরীফুল রাজের দুষ্টু-মিষ্টি সম্পর্কের কথা সকলেই জানা। বেশ কয়দিন আগে রাজ-মীম ইস্যু সামনে আনেন পরীমনি। সেসময় ভক্তদের কৌতূহল জাগে, তাহলে কি পরী-রাজের সম্পর্কে ফাটল ধরছে? তবে বছরের শেষ দিকে এসে ফের নতুন আলোচনার জন্ম দিলেন এই নায়িকা।
news24bd.tv/রিমু