পারিবারিকভাবে ইংরেজি নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ আলম। নববর্ষকে কেন্দ্র করে নাশকতার হুমকি নেই বলেও জানান তিনি। শনিবার (৩১ ডিসেম্বর) ইংরেজি বর্ষবরণ উদযাপন উপলক্ষে নগরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এক সভায় এসব বলেন র্যাব প্রধান। তিনি বলেন, আধুনিকতার নামে বেলেল্লাপনা বা উশৃঙ্খলা করতে দেওয়া হবে না করতে দেয়া হবে না।
এদিকে, বর্ষবরণকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ক্যাম্পাসের নীলক্ষেত, শাহবাগ, দোয়েল চত্বর, চানখারপুল, পলাশীসহ আটটি প্রবেশ পথে শনিবার সন্ধ্যা থেকেই বহিরাগত প্রবেশ বন্ধ করা হয়েছে।
অন্যদিকে, নতুন বছর উদযাপনের বিষয়ে কয়েকটি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ -ডিএমপি।
news24bd.tv/FA