পারিবারিকভাবে ইংরেজি নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ আলম। আধুনিকতার নামে উশৃঙ্খলা করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
কয়েক ঘণ্টা পরেই উদযাপন হবে ইংরেজি নববর্ষ। প্রতিবারের মতো এবারও নিরাপত্তার বলয়ের মধ্যদিয়ে সীমিত পরিসরে ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, রাজধানীর অভিযাত এলাকায় চলছে র্যাবের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। র্যাবের তরফ থেকে জানানো হয়েছে, নববর্ষকে কেন্দ্র করে নাশকতার হুমকি নেই।
র্যাব ডিজি বলেন, জঙ্গিদের সব ধরনের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত।