বাংলা চলচ্চিত্রের এক স্মরণীয় বছর বলা চলে ২০২২ সাল। কারণ দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ফের যেন ঘুরে দাঁড়িয়েছে এ বছর। বক্স অফিসে হিট করা হাওয়া, পরাণ আর গলুইয়ের মত চলচ্চিত্রগুলো যেমন হলমুখী করেছে দর্শকদের, তেমনি আয়ের দিক থেকেও মাইলফলক হয়ে রয়েছে।
শুধু চলচ্চিত্র নয়, বিদায়ী বছরে সাড়া ফেলেছে বাংলাদেশের পরিচালকদের চিত্রায়িত দুর্দান্ত সব গল্পের ওয়েব সিরিজগুলো।
তবে বছরের সব হাওয়া বাতাস যেন ছিলো 'হাওয়া' সিনেমা ঘিরেই। দেশের গণ্ডি পেরিয়ে চঞ্চল চৌধুরী, শরীফুল রাজের হাওয়া চলেছে বিদেশে মাটিতেও। দেশের বাজারে সিনেমাটি ব্যবসা করেছে ১৪ কোটি টাকা।
এরপরেই রয়েছে রাজের আরেক সিনেমা 'পরাণ'। সিনেমাটির দর্শক রিভিউ ছিলো দুর্দান্ত রকমের। হলফেরত দর্শকদের মুখে মুখেই ছিলো এ সিনেমা। রায়হান রাফি পরিচালিত পরাণ সিনেমাটি দেশের বাজারে ব্যবসা করেছে ১২ কোটি টাকার বেশি।
এদিকে ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজগুলো যেন বাংলাদেশের সিনে জগতে দীপ্তি ছড়িয়েছে ভিন্নভাবে। আশফাক নিপুণের পরিচালনায় মহানগর ওয়েব সিরিজে মোশাররফ করিমের অভিনয় আর গল্পশৈলি যেন দর্শকদের বাংলা ওয়েব সিরিদের প্রতি আকৃষ্ট করেছে আগের চেয়ে বেশি। সেইসাথে শাটিকাপের মতো বাংলাদেশী রোমাঞ্চকর-অপরাধধর্মী সিরিজটি চমক দেখিয়েছে ওটিটি প্ল্যাটফর্মে।
news24bd.tv/FA