দুর্ঘটনা প্রতিরোধে ফানুস না ওড়ানোর অনুরোধ ফায়ার সার্ভিস ডিজির

ফাইল ছবি

দুর্ঘটনা প্রতিরোধে ফানুস না ওড়ানোর অনুরোধ ফায়ার সার্ভিস ডিজির

অনলাইন ডেস্ক

অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ফানুস না ওড়ানোর অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। যে কোনো পরিস্থিতিতে ফায়ার সার্ভিস প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস থেকে লাগা আগুন নেভাতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস। রাজধানীর আটটি স্পটে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট প্রস্তুত রয়েছে।

এ ছাড়া ফায়ার সার্ভিসের প্রতিটি স্টেশনে একটি করে ইউনিটকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ফায়ার সার্ভিসের কর্মীদের ছুটিও সীমিত করা হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গত কয়েক বছর থার্টি ফার্স্ট নাইটের উদযাপনে প্রশাসনের নির্দেশনা অমান্য করে রাজধানীতে ফানুস ওড়ানোর ঘটনা বেড়েই চলেছে।

ফলে ঘটছে অগ্নি দুর্ঘটনা। এর আগের থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর ২০০টি স্থানে ফানুস থেকে আগুন লাগে।

news24bd.tv/FA