অভিযোগ করে নতুন বছরের শুভেচ্ছা জানালেন পুতিন

সংগৃহীত ছবি

অভিযোগ করে নতুন বছরের শুভেচ্ছা জানালেন পুতিন

অনলাইন ডেস্ক

অভিযোগ দিয়েই নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়াকে ধ্বংস করতে পশ্চিমারা ইউক্রেনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তবে তাদের এই প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়া মাতৃভূমি রক্ষা এবং জনগণের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে লড়াই করছে। পশ্চিমাদের ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়ন করতে দেয়া হবে না।

পুতিন বলেন, ‘নৈতিক এবং ঐতিহাসিক ন্যায্যতা রাশিয়ার দিকে। আমরা আমাদের ঐতিহাসিক অঞ্চলের জনগণকে রক্ষায় লড়াই করছি। তারা (পশ্চিমারা) আমাদের শিল্প, অর্থনীতি এবং পরিবহন সম্পূর্ণ ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তা ঘটেনি।

'

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দীর্ঘ ৯ মিনিট শুভেচ্ছা ভাষণ দেন তিনি। এসময় পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়া নিয়ে মিথ্যাচার এবং ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করতে মস্কোকে উসকানি প্রদানে অভিযুক্ত করেন। সূত্র: আল জাজিরা

news24bd.tv/FA