ফানুস পড়ে ঢাকার দুই স্থানে আগুন

সংগৃহীত ছবি

ফানুস পড়ে ঢাকার দুই স্থানে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর পুরান ঢাকার লালবাগ ও সদরঘাট এলাকায় ফানুস পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার মধ্য রাতে এ আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। উভয় স্থানে পাঠানো হয় ২টি করে ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সদরঘাটের হকার্স মার্কেটের ছাদে একটি ফানুস পড়ে আগুন ধরে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়, তবে যাওয়ার আগেই আগুন নিভে যায়। একইভাবে লালবাগে লাগা আগুনও কিছুক্ষণের মধ্যে নিভে যায়।

তিনি আরও বলেন, মিরপুরে একটি ছোট আগুনের খবর পাওয়া গেলেও সেটি ফানুস থেকে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

গত কয়েক বছর থার্টি ফার্স্ট নাইটের উদযাপনে প্রশাসনের নির্দেশনা অমান্য করে রাজধানীতে ফানুস ওড়ানোর ঘটনা বেড়েই চলেছে।

ফলে ঘটছে অগ্নি দুর্ঘটনা। এর আগের থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর ২০০টি স্থানে ফানুস থেকে আগুন লাগে।

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস থেকে লাগা আগুন নেভাতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস। রাজধানীর আটটি স্পটে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট প্রস্তুত রয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক