২০২২ সালে রেকর্ড গাড়ি বিক্রি করেছে টেসলা

সংগৃহীত ছবি

২০২২ সালে রেকর্ড গাড়ি বিক্রি করেছে টেসলা

অনলাইন ডেস্ক

গত বছর অর্থাৎ ২০২২ সালে রেকর্ড গাড়ি বিক্রি করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। সর্বশেষ বছরে প্রতিষ্ঠানটি বিক্রি করেছে ১৩ লাখ গাড়ি, যা ২০২১ সাল থেকে ৪০ শতাংশ বেশি। খবর বিবিসির।

২০২২ সালে সর্বশেষ তিন মাসে ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠানটি চার লাখ পাঁচ হাজার গাড়ি বিক্রি করেছে।

মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের পূর্বাভাস অনুযায়ী, সবশেষ তিন মাসে টেসলা চার লাখ ৩০ হাজার গাড়ি সরবরাহ করবে।

মহামারি ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে বৈশ্বিক অর্থনীতি মন্দার ঝুঁকিতে রয়েছে। মূল্যস্ফীতি হচ্ছে সব দেশেই। সুদের হারও বাড়ছে।

এমতাবস্থায় গাড়ির চাহিদা কমে যাবে বলে ধারণা করছিল বিশেষজ্ঞরা। তবে তাদের ধারণাকে ভুল প্রমাণিত করেছে টেসলা।

বিনিয়োগকারীদের উদ্দেশে করে টেসলা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলে, মহামারি ও চীন থেকে বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ কম হওয়ার জন্য বছরব্যাপী চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে আমাদের। তবে গত বছর আমরা রেকর্ড গাড়ি বিক্রি করতে সক্ষম হয়েছি।

এদিকে, গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ টেসলাকে ২২ কোটি ডলার জরিমানা করার কথা জানিয়েছে। নিজেদের ফিচার অতিরঞ্জিত করে গাড়ি বিক্রি ও তা গ্রাহকদের কাছে প্রমাণে ব্যর্থ হওয়ায় তাদের এই জরিমানা করা হয় বলে জানিয়েছে কোরিয়ার বাণিজ্য কমিশন। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি টেসলা কর্তৃপক্ষ।

news24bd.tv/মামুন