জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ!

প্রতীকী ছবি

জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জীবনের মূল্য কে না বুঝে?প্রাণ বাঁচাতে মানুষ কতো কিছুই না করে। এবার তেমনই এক কাণ্ড ঘটালো কামাল হোসেন (১৯) নামে এক কিশোর।

জীবন বাঁচাতে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয় সে। কিন্তু তারপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা তল্লাশি শুরু করেছে।

গত রাতে নারায়ণগঞ্জ বন্দরের খেয়াঘাট থেকে ট্রলারে নদী পার হয়ে শহরের সেন্ট্রাল খেয়াঘাট আসার সময় এই ঘটনা ঘটে।

নিখোঁজ কামাল হোসেন ফতুল্লার কাশিপুর খিলমার্কেট এলাকার মৃত রহমান মিয়ার ছেলে। সে নয়ামাটি এলাকায় হোসিয়ারী শ্রমিক হিসেবে কাজ করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে দেখা করে বন্দরে খেয়াঘাট থেকে ট্রলারে সেন্ট্রাল খেয়াঘাট আসছিল কামাল। এ সময় উত্তর দিক থেকে বড় একটি জাহাজ ট্রলারের কাছাকাছি চলে এলে প্রাণ ভয়ে দুইজন নদীতে ঝাঁপ দেয়।

এ সময় ট্রলারের অন্য যাত্রীরা একজনকে উদ্ধার করলেও কামালকে নদী থেকে তুলতে পারেননি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫ সদস্যের ডুবুরি দল সন্ধান চালিয়ে যাচ্ছে।

 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর