জামিন পেয়েই যুবলীগ নেতার শোডাউন

জামিনে মুক্ত হওয়ার পর রাজিব সরকারকে ঘিরে নেতা-কর্মীদের উল্লাস

জামিন পেয়েই যুবলীগ নেতার শোডাউন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হত্যা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বের হয়েই মোটর সাইকেলের বিশাল শোডাউন ও পথসভা করেছেন ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকার।

যুবলীগ কর্মী আলম হত্যা মামলায় ৪০ দিন কারাভোগের পর কাল (৩১ আগস্ট,শুক্রবার) সন্ধ্যায় জামিনে মুক্তি পান তিনি।

রাজিব সরকার জামিনে মুক্ত হয়ে ঈশ্বরদী পৌঁছালে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে শোডাউন করেন। পরে ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন জামিনে মুক্ত উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকার, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমান প্রমুখ।

৪০ দিন কারাভোগের পর বৃহস্পতিবার (৩০ আগস্ট) হাইকোর্ট রাজিবের জামিন মঞ্জুর করেন। পরে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এ যুবলীগ নেতা ঈশ্বরদীতে আসেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ আগস্ট ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড়ে যুবলীগ কর্মী আরিফুল ইসলাম আলমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে দুর্বৃত্তরা।

ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ১১দিন পর আলম মারা যান।

এ ঘটনায় আলমের স্ত্রী রূপা খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন। যুবলীগ নেতা রাজিব সরকারকে ওই মামলার প্রধান আসামি করা হয়েছিল।


অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর