২০২২ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ হাজার ১০৪

২০২২ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ হাজার ১০৪

আরিফুল ইসলাম

বিগত দুই বছরের তুলনায় ২০২২ সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ‌‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াস কাঞ্চন।

তিনি জানান, ২০২২ সালে সড়ক, নৌ, রেলপথ ও বিমানপথে মোট দুর্ঘটনা ঘটে ৭ হাজার ২৪টি। নিহত হন ৮ হাজার ১০৪ ও আহত হন ৯ হাজার ৭৮৩ জন।

২০২২ সালে সড়কে দুর্ঘটনা ঘটে ৫ হাজার ৭০টি। নিহত হন ৫ হাজার ৭৬০ জন, আহত হন ৭ হাজার ৩৩১ জন।

২০২২ সালে রেলপথে দুর্ঘটনা ঘটে ২৫৬টি। নিহত হন ২৭০ জন, আহত হন ৫১ জন।

নৌপথে ২০২২ সালে দুর্ঘটনা ঘটে ৭৭টি। নিহত হন ২০৪ জন, নিখোঁজ হন ১৮৬জন আর আহত হন ১৪৪ জন। স্কুলের পাঠ্যবইয়ে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক করণীয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান ইলিয়াস কাঞ্চন।