আজ রোববার (১১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে কমল মেডিএইড, ঢাবির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কমল মেডিএইড, ঢাবির প্রতিষ্ঠাতা তানভীর বারী হামিমের আমন্ত্রণে শারীরিকভাবে প্রতিবন্ধী এসকল শিক্ষার্থী আলোচনা সভায় উপস্থিত হন। আলোচনা সভা থেকে শারীরিক প্রতিবন্ধকতার শিকার এসকল শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে মানসিক বিকাশে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হবে এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড এসব শিক্ষার্থীদের সমস্যা প্রতিকারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করবে কমল মেডিএইড, ঢাবি। কমল মেডিএইড, ঢাবি ইতোমধ্যে ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব কাজ করে প্রশংসা কুড়িয়েছে। কমল মেডিএইড, ঢাবি শিক্ষার্থীদের অভিজ্ঞ চিকিৎসক দিয়ে ফ্রি...
ছাত্রদল নেতা হামিমের উদ্যোগে ক্যাম্পাসের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে জাহাঙ্গীরনগরে আনন্দ মিছিল
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রথমে মিষ্টি বিতরণ করেন। পরে তাঁরা একটি আনন্দ মিছিল বের করেন, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার বটতলায় ফিরে আসে। মিছিল চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিলএই মুহূর্তে খবর এল, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান ইত্যাদি। মিছিলে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ...
দীর্ঘ ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
অনলাইন ডেস্ক

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ছুটি শুরু হবে ১ জুন। ছুটি শেষ হবে ১৯ জুন। আর সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, চলবে ১২ জুন পর্যন্ত। তবে ছুটির আগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দীর্ঘ হওয়ায় ঈদের আগের ১৭ ও ২৪ মে দুই শনিবার সাপ্তাহিক ছুটির দিনে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করেছে। আরও পড়ুন বেতন গ্রেড নিয়ে সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর ২৮ এপ্রিল, ২০২৫ ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...
‘চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হতে পারে’

চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। শনিবার (১০ মে) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন এবং পদক প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি। শনিবারে স্কুল খোলা রাখা যায় কিনা সে বিষয়টিও ভেবে দেখার জন্য অনুষ্ঠানে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের প্রতি অনুরোধ জানান মহাপরিচালক। প্রতি বছর ১৩ শতাংশ শিশু শিক্ষার্থীর ঝরে পড়াকে উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করি; বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি স্লোগানে শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে মহাপরিচালক আরও জানান, বর্তমানে দেশে এক লাখ চৌদ্দ হাজারের বেশি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে এক কোটি সাতানব্বই...