চার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত ইউজিসির

চার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত ইউজিসির

সজল দাস

স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ায় সেবরকারি স্ট্যামফোর্ড, আশা, প্রাইম এশিয়া ও ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর বাইরে আরও ১২ বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে তিন থেকে ছয় মাসের সময়। বুধবার (৪ জানুয়ারি) নিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য জানান ইউজিসির সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ।

বিশ্বজিৎ চন্দ জানান, বার বার সময় দেওয়ার পরও প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হলো।

চলতি জানুয়ারি থেকেই এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান তিনি।

এছাড়া, নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার জন্য আরও তিন মাস সময় পেয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রয়্যাল ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি। আর ৬ মাস করে সময় পেয়েছে ব্র্যাক, গ্রিন ও প্রেসিডেন্সিসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

ইউজিসি বলছে, এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ক্যাম্পাসে না গেলে স্থায়ী ক্যাম্পাস ছাড়া অন্য ক্যাম্পাস বা ভবনগুলো অবৈধ হবে।

বন্ধ করা হবে শিক্ষার্থী ভর্তিও।

news24bd.tv/ইস্রাফিল