ঢাকার পুঁজিবাজারে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড চালু

ঢাকার পুঁজিবাজারে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড চালু

নিজস্ব প্রতিবেদক

নতুন বছরে পুঁজিবাজারের জন্য সুখবর নিয়ে এল অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জে বহুল প্রতীক্ষিত এটিবি চালু হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে এটিবি উদ্বোধন করা হয়।

এটিবি উদ্বোধনকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডিএসই চেয়ারম্যান ইউনুসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

এটিবি গঠন করা হয়েছে মূল বাজারের বিকল্প হিসেবে। সাধারণ বিনিয়োগকারীদের চেয়ে উদ্যোক্তা বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজারে। এটিবিতে বিনিয়োগকারী যেকোনো রকম পরিমাণ লেনদেন করতে পারবেন।

সরাসরি তালিকাভুক্তির মতো যেসব কোম্পানি বিকল্প বাজারে তালিকাভুক্ত হবে, সেসব প্রতিষ্ঠানকে ৩০ দিনের মধ্যে ১০ শতাংশ শেয়ার বিক্রি করতে হবে।

প্রথম দুই দিন সার্কিট ব্রেকার থাকবে ৪ শতাংশ। কোম্পানি দর বাড়া বা কমার ক্ষেত্রে ৫ শতাংশ নিয়মিত সার্কিট ব্রেকার থাকবে। কারসাজি বন্ধ করতে মার্জিন ঋণ বন্ধ থাকবে এই বাজারে।

news24bd.tv/FA