৯ ডিগ্রিতে নামল শ্রীমঙ্গলের তাপমাত্রা

৯ ডিগ্রিতে নামল শ্রীমঙ্গলের তাপমাত্রা

অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তাপমাত্রা ‍কিছুটা বেড়েছে। গত দিনে এখানকার তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি থাকলেও আজ তা বেড়ে ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয়।

আকস্মিকভাবে এ তাপমাত্রা নেমে যাওয়াতে মৌলভীবাজার জেলা জুড়ে কনকনে ঠান্ডা বিরাজ করছে।

সকালের দিকে ঘন কুয়াশা পড়লেও দুপুরের দিকে সূর্যের দেখা মিলছে। তবে সন্ধ্যায় আবারও হিমেল ঠান্ডা বাতাস জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তাছাড়া হাওড় ও চা বাগান এলাকায় শীতের তীব্রতা সবচেয়ে বেশি।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আনিসুর রহমান জানিয়েছেন, ‘আরও কয়েক দিন এ আবহাওয়া থাকতে পারে। ’

এদিকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া জানান, এ পর্যন্ত জেলায় শীতার্তদের মধ্যে ৩৫ হাজার ২৮০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। নতুনভাবে আরও ৩৫ হাজার পিস চাহিদার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরে সারা দেশে গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। চলতি জানুয়ারিতেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। তবে দেখা যেতে পারে শৈত্যপ্রবাহ।