শীত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
শীত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

সংগৃহীত ছবি

শীত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

অনলাইন প্রতিবেদক

রাজধানীসহ সারাদেশই বৃহস্পতিবারও শীতের চাদরে আবৃত থাকতে পারে। তবে কুয়াশার পরিমাণ খানিকটা কমে আসবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরের পর কোথাও কোথাও রোদের মুখ দেখা যেতে পারে।

বুধবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সেইসাথে সারাদেশে আজ সারাদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমের কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টার মতো দেশে কক্সবাজারের টেকনাফ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তাপমাত্রা শীতল থাকবে।

গতকাল শ্রীমঙ্গলে ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ থেকে কুয়াশার পরিমাণ কিছুটা কমে আসতে পারে। তবে দুদিন পর তা আবার বাড়তে পারে। এ সময় দেশের কিছু অঞ্চলে তীব্র শীত অনুভূত হওয়ার কারণ কুয়াশা। তবে কুয়াশাচ্ছন্ন এ পরিবেশ যত দিন থাকবে, এর মধ্যে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।