কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার তাঁকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, ৭৬ বছর বয়সী এই নেত্রীর অবস্থা স্থিতিশীল
দলীয় সূত্রে এ খবর জানিয়ে বলা হয়েছে, মঙ্গলবার হঠাৎ তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তাই তাঁকে দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে পরপর দুবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় সোনিয়াকে। তাঁর অন্য সমস্যাও রয়েছে। গত বছর করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা করাতে সোনিয়া গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্রে যান।
এদিকে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার থেকে অসুস্থ বোধ করছিলেন সোনিয়া।
দলীয় সূত্রের খবর, প্রিয়াঙ্কাও শিগগিরই যাত্রায় যোগ দেবেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা উত্তর প্রদেশের ভারপ্রাপ্ত নেত্রী।
বছর শেষের বিরতির পর গত মঙ্গলবার সকাল থেকে ভারত জোড়ো যাত্রা আবার শুরু হয়। শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাবেক গোয়েন্দাপ্রধান এ এস দৌলতের পাশাপাশি উত্তর প্রদেশে ওই যাত্রায় যোগ দেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ।
উত্তর প্রদেশের কংগ্রেস নেতা আচার্য প্রমোদ এই যাত্রায় যোগ দেওয়ার জন্য বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালাকে অনুরোধ জানিয়ে টুইট করেছিলেন। শেহজাদ তার জবাবে পাল্টা টুইট করে বলেন, দেশকে যারা টুকরা টুকরা করতে চায়, যারা আফজল গুরুর (ভারতের সংসদে হামলার মূল চক্রী) সমর্থক, যারা হিন্দুত্ববাদীদের আইএসআইএসের সঙ্গে তুলনা করে, যারা গোহত্যা করে, যারা রামচন্দ্রের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে ও যারা সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনতে চায়, তাদের কাছ থেকে যাত্রাকে মুক্ত করা হলে তিনি প্রথম যোগ দেবেন।
news24bd.tv/রিমু