হাতে ফুল আর শাড়ি পরে কার রাগ ভাঙালেন পরীমনি?    
হাতে ফুল আর শাড়ি পরে কার রাগ ভাঙালেন পরীমনি?    

পরীমনি

হাতে ফুল আর শাড়ি পরে কার রাগ ভাঙালেন পরীমনি?    

অনলাইন ডেস্ক

ঢালিউড তারকা পরীমনি ও শরীফুল রাজের দাম্পত্য জীবনের কলহ কয়েকদিন ধরে রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। বিয়ের এক বছর না যেতেই এই জুটির বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গেছে। রাজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক অভিযোগ তোলেন পরীমনি। অবশেষে পাল্টা অভিযোগ তোলেন শরীফুল রাজও।

তবে সংসার ভাঙার এই দুঃসময়ের মধ্যেও গতকাল বুধবার সকালে বেশ খোশ মেজাজে দেখা গেছে পরীমনিকে। বুধবার সকাল সকাল সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুকে ১৭ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওতে দেখা যায়, 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' ছবির প্রোমোশনে ঢাকার বিএফ শাহীন স্কুলে আছেন তিনি। আর ক্যাপশনে লেখেন, 'শুভ সকাল, আমাদের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর প্রধান দর্শকেরা অনেক ভালোবাসা আপনাদের জন্যে।

দেখা হবে সিনেমা হলে আসছে ২০ জানুয়ারি'।

এদিকে বুধবার দিবাগত রাতে আরেক অভিনেত্রী শিরিন শিলা একটি পোস্ট শেয়ার করে জানান, পরীমনি-রাজ মান-অভিমান ভুলে একসঙ্গেই আছেন। তিনি লেখেন, 'অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরীমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিল তারা বিষ খেয়ে মরে যাও কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক। '

ক

বুধবার দিবাগত রাতে পরীমনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, পরীর হাতে ফুল, পরনে শাড়ি। বাজছে গান। গানের তালে দাম্পত্য জীবনের কলহ ভুলে মিষ্টি হাসিতে যেন উৎফুল্ল এক ডানাকাটা পরী।

পরীমনি ক্যাপশনে লেখেন, 'রাতদুপুরে!' এরপর ভালোবসার একটি ইমোজি দেন। এরপর লেখেন, 'এডলফ (Adolf) রাগ কইরো না এতো আর দেখো তোমার শাড়ি পরছি। সুন্দর লাগতেছে না বলোতো?'

news24bd.tv/রিমু