বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় গ্রেপ্তার তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার জামিন শুনানি হবে দুপুরে। বৃহস্পতিবার মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে বুশরার জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে রাখার আদেশ দিয়েছিল আদালত। ৫ ডিসেম্বর হাকিম আদালতে বুশরার জামিন আবেদন আবারও খারিজ হলে তিনি জজ আদালতে আবেদন করেন।
এদিকে জামিনের বিরোধিতা করার কথা জানিয়েছেন ফারদিনের বাবা নুর উদ্দিন রানা। গণমাধ্যমে তিনি বলেন, 'রাষ্ট্রপক্ষ থেকে সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হীরন আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি আমার পক্ষে জামিনের বিরোধিতা করবেন। '
তবে মামলার তদন্তকারী সংস্থাটি গোয়েন্দা পুলিশ জানিয়েছিল, ফারদিন খুন হননি, আত্মহত্যা করেছিলেন।