রপ্তানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে: বাণিজ্যমন্ত্রী
রপ্তানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে: বাণিজ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

রপ্তানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে: বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক মন্দার মাঝেও রপ্তানি বেড়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির  লক্ষ্যে বৃহস্পতিবার ঢাকার আইডিইবি ভবনে তিন দিনব্যাপী ক্যাপিটাল মার্কেট এক্সপো উদ্বোধন করে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু পুঁজিবাজার নয়, পরিকল্পিতভাবে দেশের নামে একটি মহল দেশে-বিদেশেও নেতিবাচক প্রচারণা চলাচ্ছে। তারা কিন্তু এই দেশটার উন্নতি চায় না।

এই লোকগুলা কিন্তু ৭৫ এবং বঙ্গবন্ধুকে মেরেছে। মারার পর জয় বাংলাটাকে তারা বাংলাদেশ জিন্দাবাদ করার চেষ্টা করেছে। মূল রাজনীতির দৃষ্টিভঙ্গিটা পাল্টে দেওয়ার চেষ্টা করেছে তারা।

তিনি আরও বলেন, শিক্ষিত বিনিয়োগকারী দরকার।

এটা শুধু পুঁজিবাজারের জন্য নয়। পুরো দেশের জন্য শিক্ষিত মানুষ দরকার। তবে একটি শক্তি সব সময় দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমাদের প্রধানমন্ত্রী আমাদের সঠিক পথেই নিয়ে যাচ্ছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশর জন্য কোনো টিকিট লাগবে না। এবারে পঞ্চমবারের মতো এই মেলার আয়োজন করা হলো। মেলায় শেয়ারবাজারের স্টোকহোল্ডার ও তালিকাভুক্ত প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এছাড়াও শেয়ারবাজারের বিভিন্ন বিষয়ের উপর চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনারে অর্থনীতি ও পুঁজিবাজারের নানা ইস্যু নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা আলোচনা করবেন। মেলায় অংশগ্রহণকারী ৩৫টির বেশি প্রতিষ্ঠান তাদের স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।  

মেলার মূল উদ্দেশ্য বিনিয়োগকারীদের একই ছাদের নিচে নিয়ে আসা। এতে শুধু বিনিয়োগকারী নয় লাভবান হবেন এই সেক্টরের সবাই।

news24bd.tv/আজিজ