ভাত নিয়ে ঝগড়া, গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

ভাত নিয়ে ঝগড়া, গৃহবধূকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় তুচ্ছ ঘটনায় নাজমা আক্তার (৪২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে গৃহবধূর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে শনিবার রাতে চার জনকে আসামি করে নিহতের মামা শামসুল হক বাদী হয়ে একটি মামলা করেন।  

এ ঘটনায় ইতোমধ্যে পুলিশ মামলার আসামি রুস্তুম আলীকে আটক করেছে।

 

নিহতের লাশ শনিবার সকালে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের রামপুর গ্রামের খলিলুর রহমানের স্ত্রী নাজমা আক্তারের  সাথে ভাত-তরকারি নিয়ে তার ভাসুর রুস্তুম আলীর স্ত্রী রোকেয়ার বাক-বিতণ্ডা হয় শুক্রবার বিকেলে। সন্ধ্যার পর তারই জের ধরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় ভাসুর রুস্তুম আলী ও তার স্ত্রী মিলে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে নাজমা আক্তারকে। ওই রাতেই তার মৃত্যু হয়।

সম্পর্কিত খবর