একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে এ অধিবেশন শুরু হয়।
অধিবেশনে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এটাই হবে রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের শেষ ভাষণ।
এ দিকে গত ১১ ডিসেম্বর বিএনপির ছয়জন ও গত ২২ ডিসেম্বর একজনসহ সবাই সংসদ থেকে পদত্যাগ করেন। এ কারণে সংসদ অধিবেশনে বিএনপি ছাড়াই এ অধিবেশন শুরু হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে মোট ১৭টি বিল উত্থাপিত হতে পারে।
উল্লেখ্য, জাতীয় সংসদের ২০তম অধিবেশন গত ৩০ অক্টোবর শুরু হয়ে ৬ নভেম্বর শেষ হয়। ছয় কার্যদিবস চলা এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৪টির। বিল পাস হয় চারটি।
news24bd.tv/হারুন