বিপিএল নিয়ে সাকিবের সুরেই কথা বললেন মাশরাফি
বিপিএল নিয়ে সাকিবের সুরেই কথা বললেন মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা (ছবি: সংগৃহীত)

বিপিএল নিয়ে সাকিবের সুরেই কথা বললেন মাশরাফি

অনলাইন ডেস্ক

আগামীকাল পর্দা উঠছে বিপিএলের নবম আসরের। টুর্নামেন্ট শুরুর ঠিক দুদিন আগেই বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তার সুরেই কথা বললেন বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বিপিএলের যা-তা অবস্থা বলেছিলেন সাকিব।

অন্যদিকে মাশরাফি বললেন, হ য ব র ল।  

আগামীকাল বিপিএলের নবম আসরের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে মাশরাফির সিলেট। এ ম্যাচের আগে আজ (বৃহস্পতিবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাশরাফি। সেখানেই উঠে এসেছে সাকিবের মন্তব্যের প্রসঙ্গ।

 

সাকিবের মন্তব্যের বিষয়ে মাশরাফিকে প্রশ্ন করা হলে শুরুতে তিনি জানান, সাকিব কী বলেছেন, সেটি পুরোপুরি জানা নেই তার। পরে সাকিবের কথার সারাংশ বলার পর এ নিয়ে মুখ খোলেন তিনি।

মাশরাফি বলেন, ‘পরিবেশ দেখলে তাই মনে হয়। কারণ, এক মাঠে ছয়-সাত দল অনুশীলন করছে। রংপুর যেমন তাদের নিজ দায়িত্বে নিজেদের মাঠে অনুশীলন করছে, এ বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। আমাদের ওই নির্দিষ্ট দলের সুযোগ-সুবিধা, ওই যে বললাম না, আয়োজনটা সঠিক পন্থায় করতে হবে। তখন হয়তোবা এটা হবে। খালি চোখে যে কেউ এসে দেখে যে একই মাঠে সবকিছু হচ্ছে, অনুশীলন হচ্ছে। এটা হ য ব র ল ব্যাপার, এটা বলতে পারে। ’

বিপিএলে কিছু সীমাবদ্ধতা আছে বলেও মনে করেন মাশরাফি। সাকিবের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে আমি একমত। ইচ্ছার জায়গা, সীমাবদ্ধতার জায়গাও মাথায় এনেছি। লাভ না হলে তো আপনি থাকতে চাইবেন না। ফ্র্যাঞ্চাইজির মালিকগুলো লোকসান করে। ওই জায়গায় ক্রিকেট বোর্ডকে দেখতে হবে। সেটা কমফোর্ট জোনে আনলে টুর্নামেন্টের চেহারা বদলে যাবে।

‘সিলেটের দলেরই কত নাম। তিন বছর পর আল্লাহ না করুক যদি স্ট্রাইকার্স না থাকে, যারা কিনেছে, তারা যাতে টিকতে পারে, সেই কমফোর্ট জোনটা তৈরি করা। এটা ক্রিকেট বোর্ডকেই করতে হবে। কিন্তু দিন শেষে খেলার মাঠে খেলা কিন্তু খেলার মতোই হয়। একটা টুর্নামেন্টের সৌন্দর্য আছে, শুরুর দিকে একটা হাইপ তোলার ব্যাপার আছে-এ জিনিসটা হয়তো আমরা শুরু থেকেই পারিনি, এটা সত্য। ’

তিনি আরও বলেন, ‘সাকিব এত কিছু বলেছে, আমিও কিছু না কিছু বললাম, এই যে পরবর্তী বছরে যদি ছয় মাস আগে পরিকল্পনা করে, যেহেতু তিন বছরের জন্য দলগুলো দিয়েছে, এটা ভালো হয়েছে, দারুণ হয়েছে, অন্তত তিন বছরের জন্য নিয়েছে, দলগুলো এখন ক্লিয়ার, দলগুলোকে সমর্থন করতে হবে, কোনো উপায়ে সমর্থন করবে, দলগুলো কী চায়, তারা কী চায়-বিপিএল গভর্নিং বডির সঙ্গে বসলে কিন্তু সমাধান হয়, টুর্নামেন্টের তিন মাসে একটা নিলাম, তারপর টুর্নামেন্টের আগে মাঠে অনুশীলন করে এভাবে পরিবর্তন হবে না, বিস্তর আলোচনার বিষয় আছে, রমিজ রাজা (পিসিবির চেয়ারম্যান হিসেবে) এক বছরে এসে লাভ কত করেছে (পিএসএলে), এমন কিছু তো করেনি, অর্গানাইজড ছিল, সাকিব যেটা বলেছে, স্পট অন মনে হয়, একটু যদি পরিবর্তন আনি, বাংলাদেশে কিছুটা বাধা আছে, তাদের একটু সহায়তা দিলে এটা হবে। ’

বিপিএলের নানা অব্যবস্থাপনা নিয়ে আগেই থেকেই হচ্ছিল বিতর্ক। এই আগুনে ঘি ঢাললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তার মতে, বিপিএলের থেকে ঢাকা প্রিমিয়ার লিগ আরও ভালোভাবে হয়।

news24bd.tv/মামুন