আগামী সংসদ নির্বাচন ২৭ ডিসেম্বর !

প্রতীকী ছবি

আগামী সংসদ নির্বাচন ২৭ ডিসেম্বর !

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এ বছরের ২৭ ডিসেম্বর হতে পারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সরকারদলীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন তথ্যই জানা গেছে। যদিও সম্ভাব্য এ তারিখের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি নির্বাচন কমিশন (ইসি)।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ চূড়ান্ত করেছে করেছে নির্বাচন কমিশন।

কমিশনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এমন আভাসই তারা পেয়েছেন।
যদিও এ ব্যাপারে কমিশনের কোন কর্মকর্তা সরাসরি কথা বলতে রাজি হননি। তবে জানিয়েছেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোটগ্রহনের ব্যাপারে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। আর ২৭ ডিসেম্বর যেহেতু বৃহস্পতিবার, পরের দুই দিন সরকারি ছুটি, সেই হিসেবে দিনটি ভোটগ্রহণের জন্য ভালো বলে মন্তব্য করেছেন ইসির এক কর্মকর্তা।

-------------------------------------------------------
আরও পড়ুন : ইভিএম ইস্যুতে ইসি বৈঠক বর্জন কমিশনারের

-------------------------------------------------------

এদিকে সম্প্রতি ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তিনি নির্দিষ্ট করে কোন তারিখ বলেননি।

নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তারা জানান, আসন্ন সংসদ নির্বাচনের ৩০০ আসনে জন্য ৪০ হাজার ৬৫৭টি ভোটকেন্দ্রের খসড়া তালিকা করেছে ইসি। এর মধ্যে সম্ভাব্য ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪ হাজার ৪৫৩টি। আগামী ৬ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হবে। তফসিল ঘোষণার পর আসন অনুসারে ভোটকেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।

-------------------------------------------------------
আরও পড়ুন : ইভিএম ব্যবহারে সংশোধন হচ্ছে আরপিও

-------------------------------------------------------

আওয়ামী লীগের একাধিক নেতার কথাবার্তার মধ্য দিয়েও জানা গেছে, ২৭ ডিসেম্বরই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ। সেই হিসেবে দলের মধ্যেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা।

বিরোধীদল জাতীয় পার্টিও নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছে। বিএনপি নির্বাচনে এলে মহাজোটে এবং না এলে বিরোধী দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন দলটি।

তবে আরেক বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এখনো নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে মুখ খুলছে না। তারা এখন পর্যন্ত বলছে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না।

-------------------------------------------------------
আরও পড়ুন : ইভিএম ব্যবহারে আজ ২য় দফা বৈঠকে ইসি

-------------------------------------------------------

জাতীয় সংসদ নির্বাচনে বড় পরিসরে ইভিএমে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল আপত্তি করলেও তিন হাজার ৮২৯ কোটি টাকার ইভিএম কেনার পরিকল্পনা করেছে ইসি। এ টাকায় দেড় লাখ ইউনিট ইভিএম কেনার পরিকল্পনা রয়েছে তাদের।

এর আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার পরিকল্পনা আছে তাদের। সেই লক্ষ্যে দেড় লাখ ইভিএম কেনার একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কমিশন অনুমোদন করলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আজকের বৈঠকে ইসি আরপিও সংশোধন অনুমোদন করে তা আইন মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয়ে ভেটিং শেষে তা মন্ত্রিসভায় উঠবে। সেখানে পাস হলে তা সংসদ উত্থাপিত হবে এবং পাস করতে হবে। পরে তা কার্যকর হবে।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর