বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী পর্যটন মেলা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নগরীর দি পেনিনসুলা চিটাগাং এর ডালিয়া হলে পর্যটন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
পর্যটন মেলা উদ্বোধন করে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি আমাদের দেশে রয়েছে প্রায় ১৭০০ পর্যটন স্পট। রয়েছে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ পর্যটন পণ্য।
‘এয়ার এস্ট্রা চিটাগং ট্রাভেল মার্ট ২০২৩’ শীর্ষক ১৩তম এই পর্যটন মেলার আয়োজন করছে শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর। আয়োজনটির টাইটেল স্পন্সর হিসেবে সহায়তা করছে বেসরকারি খাতের নবীনতম এয়ারলাইন এয়ার এস্ট্রা। চট্টগ্রামে ১৩তম এই পর্যটন মেলায় দেশ-বিদেশের ২৪টি প্রতিষ্ঠান ৩০টি স্টলে তাদের পণ্য ও সেবা উপস্থাপন করেছে।
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে, ওয়ার্ল্ড ফেমাস ট্যুরস এন্ড ট্রাভেলস, এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল রিসোর্ট, অনলাইন ট্রাভেল এজেন্সি, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ইমিগ্রেশন কোম্পানিসহ ভ্রমণ ও পর্যটন সংশ্লিষ্ট সেবা প্রদানকারী অন্যান্য প্রতিষ্ঠান।
মেলার ভিজিটরদের জন্য প্রতিদিন মেলায় র্যাফল ড্রর আয়োজন করা হয়েছে। র্যাফেল পুরস্কারের মধ্যে রয়েছে দেশি-বিদেশি গন্তব্যে রিটার্ন এয়ার টিকিট, হোটেল ও রিসোর্টে আবাসন ইত্যাদি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। চট্টগ্রাম চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসান ইকবাল, এয়ার এস্ট্রার প্রধান নির্বাহী ইমরান আসিফ, ইউএস বাংলার ম্যানেজার কামরুল ইসলাম, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের মার্কেটিং প্রধান আ্যানা মে ডিয়াল প্রমুখ।
news24bd.tv/desk