বিশ্বজুড়ে আবহাওয়ায় বৈপরিত্য, জলবায়ু পরিবর্তনকে দুষছেন বিষেজ্ঞরা
বিশ্বজুড়ে আবহাওয়ায় বৈপরিত্য, জলবায়ু পরিবর্তনকে দুষছেন বিষেজ্ঞরা

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে আবহাওয়ায় বৈপরিত্য, জলবায়ু পরিবর্তনকে দুষছেন বিষেজ্ঞরা

আসমা তুলি

ইউরোপের আবহাওয়ায় চলছে চরম বৈপরিত্য। কোথাও তীব্র শীত, তুষারপাত; আবার কোথাও বাড়ছে তাপমাত্রা।  শীত আর তুষারে স্বস্তিতে নেই এশিয়ার অনেক দেশ। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই প্রকৃতির এমন আচরণ।

 

চলতি সপ্তাহের শুরুতে স্পেনের বিলবাওয়ে তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মাসের যেকোনো সময়ের গড় তাপমাত্রার চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। একই চিত্র বেলারুশেও। দেশটিতে গত রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। যা আগের রেকর্ডের চেয়ে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

গতদিন পোল্যান্ডের রাজধানী ওয়ারসে যে তাপমাত্রা রেকর্ড হয়, তা জানুয়ারি মাসের তাপমাত্রার অতীতের রেকর্ডের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

শুধু এসব দেশেই নয়, নেদারল্যান্ডস, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লাটভিয়া, চেক প্রজাতন্ত্র ও ডেনমার্কেও জানুয়ারি মাসের তাপমাত্রা জাতীয় পর্যায়ের রেকর্ড ভেঙেছে। সেই সঙ্গে জার্মানি, ফ্রান্স ও ইউক্রেনে তাপমাত্রা ভেঙেছে আঞ্চলিক রেকর্ড ।

অবশ্য গোটা ইউরোপেই যে জানুয়ারি মাসে এমন আবহাওয়া বিরাজ করছে, তা নয়। উত্তর আমেরিকাসহ স্ক্যান্ডেনেভিয়ার অঞ্চলের কিছু অংশ এবং মস্কোয় সপ্তাহান্তে তাপমাত্রা কমে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। শীতে তাপমাত্রার এমন বৈপরিত্য আগে কখনো দেখা যায়নি ইউরোপে।  

জলবায়ু বিজ্ঞানী প্রফেসর পিটার স্টট বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই তাপমাত্রার এমন বৈপরিত্য দেখা যাচ্ছে।

তিনি বলেন, এই মুহূর্তে আমরা দেখছি তা হলো চরমভাবাপন্ন আবহাওয়া। ইউরোপজুড়ে তাপমাত্রা রেকর্ড ব্যবধানে কমছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে এর যোগসূত্র রয়েছে। জলবায়ু পরিবর্তনে কারণেই আবহাওয়া এমন চরমভাপাপন্ন হয়ে উঠছে।  

তবে আটলান্টিকের ইউরোপীয় অংশের অনেক জায়গায় বছরের শুরু থেকে আরামদায়ক আবহাওয়া বিরাজ করছে।

এদিকে, তীব্র শীত আর ঠান্ডায় নাকাল এশিয়ার জাপান, চীন, পাকিস্তান ও ভারত। দেশগুলোতে তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি তীব্র কুয়াশাও দেখা দিয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
news24bd.tv/ইস্রাফিল