রাঙামাটিতে সেনা অভিযানে অবৈধ সেগুন কাঠ ও বন্দুক উদ্ধার
রাঙামাটিতে সেনা অভিযানে অবৈধ সেগুন কাঠ ও বন্দুক উদ্ধার

রাঙামাটিতে সেনা অভিযানে অবৈধ সেগুন কাঠ ও বন্দুক উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি জুরাইছড়িতে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী। কাঠের পরিমাণ ৬ হাজার ৬১৬ লগ। যার বর্তমাণ বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৪০০টাকা।  

বৃহস্পতিবার ভোররাতে জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নের মন্দির ছড়া ও কাঠালতলী এলাকায় অভিযান চালিলে এসব অবৈধ কাঠ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি জুরাছড়ি সেনা জোনের উপ অধিনায়ক মেজর এহতেশামুল হকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল মৈদং ইউনিয়নে মন্দির ছড়া ও কাঠাল তলী এলাকায় অভিযানে নামে। এ সময় অবৈধ কাঠ পাচারকারীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।  

পরে ঘটনাস্থল থেকে ৬ হাজার ৬১৬ লগ সেগুন কাঠ ও একটি গাদা বন্দুকসহ বনবিভাগের শীল উদ্ধার করে। পরে উদ্ধার করা চোরাইকাঠ বনবিভাগের কাছে হস্তাস্তর করে সেনাবাহিনী।

এ ঘটনায় বন আইনের মামলার কার্যক্রম চলছে বলে জানায় বনবিভাগ।

news24bd.tv/কামরুল