আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হলেন কবির বিন আনোয়ার

সংগৃহীত ছবি

আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হলেন কবির বিন আনোয়ার

অনলাইন ডেস্ক

কবির বিন আনোয়ারকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়। এ পদে আগে ছিলেন প্রয়াত এইচ টি ইমাম। তার মৃত্যুর পর থেকে পদটি ফাঁকা ছিল।

 

এ দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের দলটির নির্বাচনি পরিচালনা ভবনে যান তিনি। এ সময় কবির বিন আনোয়ারকে অভ্যর্থনা জানান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ও দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

গত বছরের ১৬ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব নিয়েছিলেন কবির বিন আনোয়ার। চাকরির মেয়াদ শেষ করে ৩ জানুয়ারি অবসরে যান তিনি।

বিগত দুই মন্ত্রিপরিষদ সচিবের মতো তাকেও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হতে পারে বলে আলোচনা ছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ছিলেন এইচ টি ইমাম। তিনি ২০২১ সালের ৪ মার্চ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে পদ দুটি ফাঁকা ছিল।

news24bd.tv/ইস্রাফিল

এই রকম আরও টপিক