১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

সংগৃহীত ছবি

১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

অনলাইন ডেস্ক

ঘন কুয়াশার কারণে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রুটটিতে নৌযান চলাচল শুরু হয়। এর আগে গত শনিবার রাত সাড়ে ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌচলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

ঘন কুয়াশার কারণে শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

মাঝ নদীতে আটকা পড়েছে ৪টি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আলিম দাইয়ান বাংলানিউজকে জানান, শনিবার সন্ধ্যা থেকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে আটকা পরে ৪ ফেরি।

news24bd.tv/ইস্রাফিল