মানিকগঞ্জের ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (০৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে ওই দুই রুটে আবার ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে শনিবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে এ দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেন কর্তৃপক্ষ।
ঘাট কর্তৃপক্ষ জানান, শনিবার সন্ধ্যা থেকে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে।
ঘাটের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে শনিবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে দুর্ঘটনা এড়াতে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
তিনি বলেন, মাঝনদীতে আটকেপড়া ছোট-বড় ৭টি ফেরি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তবে ঘাটে কোনো যানজট নেই।
news24bd.tv/কামরুল