বিদ্যুতের দাম সাড়ে ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব, চলছে গণশুনানি

সংগৃহীত ছবি

বিদ্যুতের দাম সাড়ে ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব, চলছে গণশুনানি

অনলাইন ডেস্ক

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম সাড়ে ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিতরণ কোম্পানিগুলোর আবদনের প্রেক্ষিতে এ প্রস্তাব করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। এ বিষয়ে রাজধানীর বিয়াম মিলনায়তনে চলছে গণশুনানি।  

বর্তমানে প্রতি কিলোওয়াট বিদ্যুতের গড় খুচরা মূল্য ৭ টাকা ১৩ পয়সা।

বিইআরসির প্রস্তাব কার্যকর হলে নতুন দর হবে ৮ টাকা ২৩ পয়সা।  

এর আগে গত ডিসেম্বরে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানো হয়েছিল। এর সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর আবেদন করে ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি।  

বিতরণ সংস্থাগুলো আবেদনে বলেছে, ২০২০ সালের পর খুচরা পর্যায়ে দাম বাড়ানো হয়নি।

এর মধ্যে বিভিন্ন খাতে খরচ বেড়েছে। এখন পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর কারণে তাদের ঘাটতি তৈরি হচ্ছে। তাই ভোক্তা পর্যায়ে দাম বাড়াতে হবে।  

শুনানির শুরুতে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, জনস্বার্থ এবং ভোক্তা স্বার্থ বিবেচনায় নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

news24bd.tv/ইস্রাফিল