আগুন পোহাতে গিয়ে রংপুর বিভাগে দগ্ধ ৩৪, মৃত্যু ২

সংগৃহীত ছবি

আগুন পোহাতে গিয়ে রংপুর বিভাগে দগ্ধ ৩৪, মৃত্যু ২

অনলাইন ডেস্ক

গত বছরের ডিসেম্বরের শেষ সময় থেকে দেশে শীত তীব্র হতে থাকে। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে আগুনের পোহাতে গিয়ে রংপুর বিভাগে দগ্ধ হচ্ছেন কমপক্ষে ৩৪ জন। এরমধ্যে চিকিৎসাধীন দুই নারী মারা গেছেন।
 
বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

 

শনিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় অগ্নিদগ্ধ হয়ে নতুন করে পাঁচ নারী রমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনকে বার্ন ইউনিটে এবং বাকি চারজনকে ১৬ নম্বর (বিশেষ) ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের ৭০-৮০ শতাংশ পুড়ে যাওয়ায় সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তারা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরীর ফাতেমা বেগম (৬০), একই জেলার ফুলবাড়ির আয়েশা খাতুন (৬৫), লালমনিরহাটের আদিতমারির সফুরা বেগম (৫০), দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বুললি আক্তার (৩০) ও নীলফামারীর রহিমা বেগম (৬২)।

রমেক বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আগুন পোহাতে গিয়ে গত ডিসেম্বরে ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ২৫ জন। তাদের শরীরের ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। ডিসেম্বরের শুরু থেকে এ পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আফরোজা (৩৭) ও পঞ্চগড়ের বোদা উপজেলার নছিমন বেওয়া (৬৮) নামে দুই নারীর।

এ বিষয়ে রমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ পলাশ গণমাধ্যমকে জানান, আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ছে। দগ্ধ হয়েছেন হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  

news24bd.tv/হারুন