দিনাজপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ; জনজীবন বিপর্যস্ত

দিনাজপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ; জনজীবন বিপর্যস্ত

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর:

উত্তরাঞ্চলসহ দেশের বেশ কটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই ধারাবাহিকতায় দিনাজপুরেও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। বেশ কয়েকদিন ধরে কুয়াশার দাপটের সঙ্গে রয়েছে হিমেল বাতাস। শুধু তাই নয় দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মিলছেনা।

মহাসড়কে যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।  

শীত নিবারনে গরম কাপর পরিধানসহ খরকুটো জ্বালিয়ে মানুষ কিছুটা স্বস্তি থাকার চেষ্টা করছেন। এই ঠাণ্ডায় বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অনেকে শীত উপেক্ষা করেই চলছেন কর্মস্থলে।

দিনাজপুরে রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতা ছিল ৯৬ শতাংশ। এছাড়াও ঘন্টায় বাতাসের গতি রেকর্ড করা হয়েছে ৬ কিলোমিটার পর্যন্ত। চলতি জানুয়ারি মাসে আরও দুইটি মৃদু থেকে মাঝারি এবং কোন কোন জেলায় তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া কর্মকর্তা আসাদুজ্জামান।

news24bd.tv/কামরুল