রিজার্ভ এখন ৩২.৫৭ বিলিয়ন ডলার

সংগৃহীত ছবি

রিজার্ভ এখন ৩২.৫৭ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ নেমে এসেছে ৩ হাজার ২০০ কোটি বা ৩২ বিলিয়ন ডলারের ঘরে। রোববার (৮ ডিসেম্বর) দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, গত বুধবার দিন শেষে দেশের রিজার্ভ ছিল ৩৩ দশমিক ৬৩ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার আকুর নভেম্বর-ডিসেম্বর মেয়াদের ১১২ কোটি ডলার পরিশোধ করা হয়। রোববার এটি সমন্বয়ের পর রিজার্ভ ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে নেমে আসে।

এর আগে ২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারে উঠেছিল। এ হিসাবে রিজার্ভের পরিমাণ ১৬ বিলিয়ন ডলার কমে গিয়েছে।

news24bd.tv/ইস্রাফিল