আবারও কর্মী ছাঁটাই করছে টুইটার

সংগৃহীত ছবি

আবারও কর্মী ছাঁটাই করছে টুইটার

অনলাইন ডেস্ক

টেসলার কর্ণধার ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে একের পর এক কর্মী ছাটাই করছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গ জানিয়েছে আবারও কর্মী ছাঁটাই করেছে টুইটার। এবার যারা ছাঁটাই হয়েছেন, তারা টুইটারের ‘ট্রাস্ট অ্যান্ড সেফটি’ বিভাগের কর্মী। খবর রয়টার্সের।

 

রয়টার্সের খবরে বলা হয়েছে, এই বিভাগের কর্মীরা বিদ্বেষ ও হয়রানিমূলক টুইট সংশোধন (মডারেশন) করার কাজ করেন। এর আগে টুইটারের প্রায় চার হাজার কর্মী ছাঁটাই করেন ইলন মাস্ক।

এর আগে স্থানীয় সময় গত শুক্রবার প্রায় এক ডজন কর্মীকে ছাঁটাই করা হয়। এসব কর্মী সিঙ্গাপুর ও ডাবলিন শহরে কর্মরত ছিলেন।

ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে আছেন নূর আজহার বিন আইয়ুব। সম্প্রতি তাকে টুইটারের ইন্টিগ্রেটি বিভাগের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

টুইটারের রাজস্ব নীতিবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক আনালুসিয়া ডমিঙ্গোকেও ছাঁটাই করা হয়েছে। তবে সর্বশেষ কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিয়ে টুইটার কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত বছরের ২৭ অক্টোবর ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এর পর থেকেই শুরু প্রতিষ্ঠানটিতে ধাপে ধাপে কর্মী ছাঁটাই।